মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭ জন আটক

17/10/2013 5:39 pmViews: 9

graftar9.thumbnailমোঃ ছালাহউদ্দিন,মনপুরা : ভোলার মনপুরা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকীর নের্তৃত্বে মা ইলিশ সংরক্ষন (অবরোধ কর্মসূচী)র অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় ৩টি ট্রলারের ৭ জেলেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন মোঃ মহিউদ্দিন মাঝি(৩৫),আবদুর রহমান(২৭),আঃ করিম(২৫),মোঃ ওয়ারেস(২৭),মোঃ ছালাহউদ্দিন(১৮),মোঃ মফিজ মাঝি(৩০),মোঃ ওসমান গনি(২৮)। এসময় ৩টি ট্রলার থেকে প্রচুর ইলিশ জাল উদ্ধার করা হয়েছে। ৩টি ট্রলারের প্রায় আড়াই হাজার মিটার ইলিশ জাল উপজেলা পরিষদ মাঠে এনে পেট্রোল জালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট আবদুল্যাহ আল বাকীর উপস্থিত পুড়িয়ে ফেলা হয়েছে বলে মৎস্য অফিসার জানান। তবে ৩টি ট্রলার মেঘনায় ভাসমান অবস্থায় রেখে এসেছেন বলেও তিনি জানান। আটক ৭ জন প্রত্যেককে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট কোট বসিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায় ১ মাস জেল দেওয়া হয়েছে। অভিজান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকী,উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার,এ.এস .আই মোঃ সাবুল,উপজেলা জাতীয় মৎস্য সমিতির সম্পাদক মোঃ সুলতান আহম্মদ মাঝি।উপজেলা মৎস্য অফিসার জানান অভিযান অব্যাহত থাকবে এবং আরও কয়েকটি নতুন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply