মনপুরায় ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
সংবাদদাতা, চরফ্যাশন, ২৩ সেপ্টেম্বর : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সালেম (৩৫) নামের এক যুবদল নেতাকে পিটিয়ে যখম করেছে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা।
স্থানীয়রা যখম যুবদল নেতাকে উদ্ধার করে পুলিশ পাহাড়ায় মনপুরা হাসপাতালে ভর্তি করেছে।
আহত নেতাকে দেখতে গিয়ে বিএনপি’র আহবায়ক সহ অর্ধশতাধিক নেতাকর্মী হাসপাতালের মধ্যে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের মহড়ার মুখে দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েছে।
গত রবিবার সন্ধার পড়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ সংলগ্ন পশ্চিম পাশের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে আহত যুবদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
আহত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সরকারের স্বরাষ্ট্র মšী¿ ড. মহিউদ্দিন খান আলমগীর মনপুরা আসলে তাকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নেতা কর্মীরা স্বাগত জানান। ওই মোটর শোভাযাত্রায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ গ্রহন করতে অনেকগুলো মোটর সাইকেল ভাড়া করে নিয়ে আসে। ওই সময় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ সালেম(৩৫) তার নিজস্ব মোটর সাইকেল আওয়ামীলীগের নেতা-কর্মীদেরকে আনতে না দিলে তার উপর ক্ষেপে যায় আ’লীগের নেতা-কর্মীরা। সে ক্ষোভেররেশ ধরে রবিবার সন্ধার পর বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ওঁত পেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা ছালেমের উপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ছালেমকে রড এবং হকিস্টিক দিয়ে বেদম মারধর করে রক্তাক্ত ও যখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মনপুরা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ছালেমকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শামস উদ্দিন বাচ্চু চৌধুরীর নের্তৃত্বে বিএনপি’র অর্ধশতাধিক সিনিয়র নেতা-কর্মী ছালেমকে দেখতে মনপুরা সদর হাসপাতারে আসলে আওয়ামীলীগ নেতা-কর্মীরা হাসপাতালে হামলার উদ্দেশ্যে মিছিল সহকারে মহড়া দেয়।
তাৎক্ষনিক কর্তব্যরত ডাক্তার হাসপাতালের গেট তালাবদ্ধ করে রাখেন। এতে করে বিএনপি নেতা-কর্মীরা প্রায় দেড় ঘন্টা হাসপাতালের ভিতরে অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে আসলে বিএনপি নেতা-কর্মীরা যে যার মত চলে যায়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকেৎসা শেষে আহতের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরদিন সোমবার সকালে গুরুতর আহত যুবদল নেতা ছালেমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ের বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ার পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।