মনপুরায় কন্যা শিশু দিবস পালিত

30/09/2013 10:34 amViews: 34

mail.google.comছালাউদ্দিন, মনপুরা ॥ ভোলার  মনপুরায় “ কন্যা শিশুর বিয়ে নয় করবে তারা বিশ্ব জয়”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে নারীদের অংশগ্রহনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকাল ১১টায় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলার প্রধান সড়কে বিভিন্ন স্কুল থেকে আসা শত শত ছাত্রীরা রাস্তায় দাড়িয়ে দীর্ঘ মানব বন্ধন করেন। দীর্ঘ মানব বন্ধনে কন্যা শিশুর বিয়ে নয় করবে তারা বিশ্ব জয়  শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল।
মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(অতিঃ দাঃ)েেমাঃ মাসউদ পারভেজ মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেটেনারী সার্জন ডা.মোঃ রায়হান,অধ্যাপক এ.কে.এম শাহজাহান,হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও.মোঃ মোছলেহউদ্দিন,হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর,মনপুরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হুমায়ুন কবির। এসময় মানব বন্ধনে উপস্তিত ছিলেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,মনপুরা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম,স্বপন চন্দ্র দাস,প্রেস ক্লাব সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,শুসীলন কোঅডিনেটর নিরুপম ভুঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,বিভিন্ন দাপ্তরিক প্রধানগন,স্থানীয় জনপ্রতিনিধি,এন.জিও প্রধান,গন্যমান্য ব্যাক্তি বর্গ,সাংবাদিকসহ বিভিন্ন নারী নেত্রীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply