মনপুরায় আ’লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ র্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা প্রতিনিধি:
মনপুরায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় গত ১লা নভেম্বর বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৬টা পর্যন্ত উপজোলার ৪টি ইউনিয়ন থেকে আ’লীগ ও সহযোগী সংগঠনের বিশাল বিক্ষোভ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে হাজির হাট বাজার প্রান কেন্দ্র চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিলে মিছিলে পুরো মনপুরা যেন মিছিলের নগরীতে পরিনত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ মিয়ার সভাপতিত্বে পালিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। প্রতিবাদ সভায় হাজার হাজার মানুষের ঢলে পরিনত হয়েছে জনসমুদ্র। প্রতিবাদ সভায় বক্তারা বলেন প্রধান বিরোধী দল বি.এন.পি ও জামায়াত ইসলামী সহ ১৮ দলীয় জোট তত্ত্ববদায়ক সরকারের অযোক্তিক দাবীতে আন্দোলন ও হরতাল করে দেশের সাধারন মানুষকে মেরে দেশে বিশৃঙ্খলা সৃষ্ঠি করছে। দেশের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য বি.এন.পি ও জামায়াত শিবিরের সকল অপকর্ম শক্ত হাতে দমন করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আ’লীগ সরকার দেশের সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের শান্তি বজায় রাখার জন্য উদ্যোগ নিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছেন সংলাপে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য। অথচ বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া জনগনের কথা চিন্তা না করে জনগনের দুর্ভোগ সৃষ্টির জন্য অযাথা হরতাল করে দেশে নৈরাজ্য সৃষ্ঠি করেছেন। বাংলার সাধারন মানুষ এ হরতাল সমর্থন করেননি। সাধারন মানুষ শান্তিতে থাকতে চায়। দেশে আবারও হরতাল অবরোধ কমসূচীর ডাক দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে বলে অভিযোগ করেন নেতারা। এসব কর্মকান্ড থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য আহব্বান জানান বক্তারা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক মিসেস সেলিনা আক্তার,যুগ্ন আহবায়ক শাহরিয়ার চৌধুরী দ্বীপক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ ভুইয়া,যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন,সহসভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার,সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া,সম্পাদক ও ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্যাহ কাজল,উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সদস্য ১নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন হাং, আ’লীগ আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুবলীগ সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজী,হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,সাবেক আ’লীগ যুগ্ন সম্পাদক মোঃ ফারুক,কৃষকলীগ সভাপতি আবদুল খালেক কাঞ্চন সিকদার,হাজির হাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মাতাব্বর, ছাত্রলীগের যুগ্ন আহবায়কমোঃসামসুউদ্দিনসাগরও শহীদ ফরাজী। এছাড়া যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মৎস্যজীবীলীগ,ছাত্রলীগ,তরুনলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।