মধ্যরাতে একসঙ্গে সালমান-ক্যাট!
তবে এ বিষয়ে ক্যাটরিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, নিরবতাই সম্মতির লক্ষণ।
এদিকে ভারতের বিনোদন পত্রিকার খবরে বলা হয়েছে, রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির পর মধ্যরাতে সালমান খানের সঙ্গে দেখা করেছেন সাবেক গার্লফ্রেন্ড ক্যাটরিনা। এসময় নাকি সালমানের নতুন সিনেমা সুলতানের পরিচালক আলী আব্বাসও ছিলেন।
জানা গেছে, সুলতান সিনেমার শিল্পীদের নিয়ে একটি পার্টির আয়োজন করেন পরিচালক। ভাইজান (সালমান) সেই পার্টিতে থাকবেন যেনে পার্টিতে থাকার বিষয়ে সম্মতি দেন ক্যাট।
ওই পার্টিতে ক্যাটরিনা এবং সালমান প্রায় এক ঘণ্টা কথা বলেন। এ সময় তারা কী নিয়ে কথা বলেছেন তা জানা যায়নি।
এদিকে রণবীর এবং ক্যাটরিনার মাঝে বিচ্ছেদের আগে সালমান খানকে নাকি জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। এ বিষয়ে সালমানের সঙ্গে দেখাও করেছেন ধুম থ্রির এ নায়িকা। চ্যাটিংয়েও সালমানের সঙ্গে কথা হয় ক্যাটের। সালমান এবং ক্যাটরিনার সঙ্গে দেখা হওয়ায় ক্যাটরিনা এবং রণবীর অভিনীত নতুন সিনেমার শুটিংও বন্ধ করে দেন রণবীর।
রণবীরের সঙ্গে সম্পর্ক শুরু করলেও ক্যাটরিনা ঠিকই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সালমানের সঙ্গে। সালমানও যতদূর সম্ভব রণবীর-ক্যাটরিনা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। তবে যখনই ক্যাটরিনা কোনো বিপদে পড়েছেন ছুটে গেছেন সাল্লু ভাইয়ের কাছে। কারণ তিনি সবসময়ই বলে এসেছেন, যখন প্রয়োজন সালমান তার পাশে থাকবেন।
এদিকে গত বছরের শেষের দিকে ক্যাটরিনা-রণবীরের মাঝে বিচ্ছেদ ঘটেছে বলে খবর বের হয়। পরে সেই খবরকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তারা একটি ঝুল বারান্দায় একে অপরকে আলিঙ্গন করে চুমো খাওয়ার ছবি প্রকাশ করেন।
রণবীর এবং ক্যাটরিনা কাইফের মাঝে বিচ্ছেদের কারণ হিসেবে অনেকই মনে করেছিলেন, পুরনো গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোনের জন্যই সম্ভবত সম্পর্কটা ভেঙেছে দুজনের।
যদিও আসল কারণ মোটেই এটা নয়। বরং, রণবীরের পরিবারের খুব কাছের লোকদের পক্ষ থেকে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী রণবীরের পরিবারের জন্যই ব্রেক আপ হয়েছে দুজনের।
এবারের বড়দিনের পার্টিতে নীতু কাপুর নাকি আমন্ত্রণও জানাননি ক্যাটকে। বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান নাকি রণবীরও। রণবীরের পরিবারের জন্যই সম্ভবত ব্রেক আপটা হয়ে গেল তার এবং ক্যাটের।
দীর্ঘ চার-পাঁচ বছর ধরে গভীর সম্পর্ক ছিল আজব প্রেম কি গজব কাহিনীর এই জুটির। তারা এক সঙ্গে একই ছাদের নিচেও বসবাস করেছেন। মাঝে বিয়ে নিয়েও অনেক কথা হয়েছে। তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন চলছে তাতে মনে হয় না যে বিয়ের পিড়িঁতে বসছেন এই জুটি।
এদিকে সালমান এবং ক্যাটরিনার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় অনেকেই ভাবছেন পুরনো প্রেমিকের কাছে কী আবার ফিরে যাবেন ক্যাটরিনা কাইফ। এখন সময়ই বলে দেবে কী হতে চলেছে ক্যাট-রণবীরের জীবনে। এজন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বিচ্ছেদ নিয়ে রণবীর এবং ক্যাটরিনা আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেবেন।