মধ্যম আয়ের দেশ গড়তে কাজ করুন : প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০১৫
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কাজ করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে মঙ্গলবার সকালে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’ অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি, কর্মসূচি ও কার্যক্রমের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে আমরা যেন মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব। এ জন্য আপনাদের যথাযথ ভূমিকা রাখতে হবে।’
জেলা প্রশাসকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সরকার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে তা সঠিকভাবে দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। এ জন্য আপনাদের প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এছাড়াও সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকরা একান্তে আলোচনা করেন।
এ সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মোট ৩৯টি মন্ত্রণালয়ের ২৫৩টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। সম্মেলনে মোট ২২টি কর্ম-অধিবেশন হবে। বাকি অধিবেশনগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার দুপুরে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।