মধ্যবর্তী নয় নির্বাচন সঠিক সময়ে: সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে নির্বাচন দিবেন, মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পিএসসি’র সদস্য ও জাবির সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির মুল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম, জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, প্রো ভিসি অধ্যাপক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলে বর্তমান সংবিধানে কিছু নেই তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, জন্মদিন পালন যার যার ব্যক্তিগত ব্যপার, ১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিনের ব্যপারে আমার কাছে কোন তথ্য নাই। কেউ বলে ঐ দিনই তার জন্মদিন আবার অনেকেই বলে এটা বানানো।
বঙ্গবন্ধুর সান্নিধ্যপ্রাপ্ত সৈয়দ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, সত্তরের নির্বাচনের সময় আমি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। তখন বঙ্গবন্ধুর নির্দেশে আমরা (ছাত্রলীগ) বাড়ি বাড়ি গিয়ে জনগনকে ভোট দেয়া শেখাতাম। অনেকদিন পর নির্বাচন হওয়ায় লোকজন ভোট দেয়া প্রায় ভুলেই গিয়েছিল। এভাবে আমরা জনগনের মাঝে নৌকার দাওয়াত পৌছে দিয়েছিলাম।
আলোচনা সভা শেষে দুপুর দুইটার দিকে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দোতলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ছাত্রলীগকে তাদের মেধা বিকাশের দিকে মনোযোগ দেয়ার উপদেশ দেন।