‘মধ্যবর্তী নির্বাচনের কোন চাপ নেই’

04/08/2015 4:46 pmViews: 6

‘মধ্যবর্তী নির্বাচনের কোন চাপ নেই’

 

মধ্যবর্তী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোন চাপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ২০১৯ সালে বর্তমান সংবিধান অনুযায়ি প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। আজ দুপুরে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৫ই আগস্টের কর্মসূচি গ্রহণ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসিম জানান, ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া বৈঠক থেকে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে থ্রি হুইলার চালক ও মেডিকেল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের তাগিদ দেয়া হয় ১৪ দলের পক্ষ থেকে।

Leave a Reply