মধুখালীতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর ভাই খুন

আগামী ৭ মে অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে নির্বাচনী প্রচারণার সময় বিএনপির প্রার্থী আব্দুর রহিম ফকিরের ছোট ভাই ইউনুস ফকিরের নেতৃত্বে সমর্থকরা আওয়ামী লীগ সর্মথকের ওপর হামলা চালায়। এ ঘটনায় অতিয়ার রহমানসহ (৫৫ ) ৫/৬ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক নিমাই দাস আতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত আতিয়ার রহমান খান (৫৫) আওয়ামী লীগ প্রার্থী মো. মতিয়ার রহমান খানের বড় ভাই। বাকি আহতদের মধ্যে মিঠুন দে (২২), বাবলু শেখ (৩২), রেজাউল খান (৫০), শাহাদত হোসেন লাল (৫০), নাজমুল (২৯) এবং সোহেলকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।এ ঘটনায় বিএনপির প্রার্থী আব্দুর রহিম ফকিরকে গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছেন।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে আইন শৃঙ্খলা বাহিনী ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে।