মজীনার বাসায় রাজনীতিবিদের মিলনমেলা

25/07/2013 12:48 amViews: 20

38সরেজমিন : ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় গত মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মিলনমেলা বসে। দেশের রাজনৈতিক মাঠে একে-অপরের বিরুদ্ধে উচ্চবাচ্য করলেও ইফতার পার্টিতে তাদের মধ্যে সম্পর্ক ছিল সৌহাদ্র্যপূর্ণ।
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ ইফতার পার্টিতে যোগ দেন জাতীয় পার্র্র্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, জাতীয় পার্র্র্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মো. নাসিম, গাজীপুরের সদ্য নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নান ছাড়াও আরও অনেক শীর্ষ রাজনীতিবিদ।
সবাই একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে এসব নেতাদের মধ্যে ইফতারপূর্ব আলোচনা হয়। তাদের আলোচনায় উঠে এসেছে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট উত্তরণের নানা উপায়ের কথা।
ইফতার পার্টিতে উপস্থিত এক রাজনৈতিক নেতা বলেন, এ ধরনের মিলনমেলা ও আলোচনার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট সংকটের গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব।
নামপ্রকাশে অনিচ্ছুক শীর্ষ রাজনৈতিক নেতা বলেন, আজকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যে ইফতার পার্টি ছিল, তা শুধু ইফতার পার্টি নয়। এটি রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে যে প্রকট রাজনৈতিক সংকটের আশঙ্কা করা হচ্ছে তা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ।
ড্যান মজীনার বাসায় কি কি বিষয়ে আলোচনা হলো-তা জানতে সৈয়দ আশরাফ ও মওদুদ আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।
ইফতার পূর্ব ও পরবর্তী সময় মিলে প্রায় ঘণ্টা দুয়েক মজীনার বাসায় অবস্থান করেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
বাংলাদেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ ও বিভিন্ন দেশের সম্মানার্থে মজীনার দেওয়া ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাতসহ বুদ্ধিজীবী ও সুশীল সমাজের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, পাকিস্তান, মরক্কো, ওমান, ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও এ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Leave a Reply