মঙ্গলেও প্রাণ ছিল!
বিলিয়ন বছর পূর্বে প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গল গ্রহে। মঙ্গলে পাওয়া নানা তথ্যাদি বিশ্লেষণ করে এমনটাই ধারণা করছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ বর্তমান সময়ের মত ছিল না। মঙ্গলে পাঠানো নাসার প্রেরিত মহাকাশ যান কিউরিওসিটি, অপরচুনিটি এবং স্পিরিট ইতোমধ্যে অনেক তথ্য প্রমাণাদি পাঠিয়েছে যা বিজ্ঞানীদের বিগত অনেক ধারনাই পাল্টাতে হয়েছে। আশ্চর্য জনক তথ্যাদিগুলো নতুন নতুন ধারনার জন্ম দিয়েছে। তবে মঙ্গলগ্রহে পানির অস্তিত্বের প্রমাণ মহাকাশ যান কিউরিওসিটি পাওয়ার সাথে সাথে প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে আশা জেগেছিল। নাসার তরফে দাবি করা হয়েছিল, কিউরিওসিটি মঙ্গলগ্রহের যেখানে অবতরণ করেছে সেই এলাকা দিয়ে একসময় বয়ে যেত পানির ধারা। অপরদিকে, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার পাঠানো ‘মার্স এক্সপ্রেস ক্রাফট’ নভোযান পরিবেশিত তথ্য থেকে আরেকটি প্রমাণ পেয়েছিলেন বিজ্ঞানীরা। এক সময় মঙ্গল গ্রহে নদী প্রবাহিত হতো, যার দৈর্ঘ্য ছিল ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯০০ মাইল। বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন, প্রাণহীন লাল গ্রহ মঙ্গলে একটা সময় পানি যেহেতু ছিল তাহলে সে অনুসারে এর পরিবেশটাও ছিল অন্যরকম। নাসার Goddard Conceptual Image Lab মঙ্গলের প্রতি আকর্ষণ এবং সেখানে নাসার এখন পর্যন্ত চালানো গবেষণায় প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় মঙ্গলের প্রকৃতির আজ থেকে ৪ মিলিয়ন বছর আগের অবস্থা। ভিডিওতে দেখা যায় পৃথিবীর মতোই মঙ্গলে রয়েছে পানির প্রাপ্যতা একই সাথে সেখানকার আকাশ পৃথিবীর মতোই নীল। সেখানে হ্রদ এর অস্তিত্বও ছিল। তবে নাসার একজন বিজ্ঞানীর মতে, আমরা মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব পাই নি। আমরা যা পেয়েছি, হ্রদগুলোর তলদেশে অনুজীবদের বেঁচে থাকার মতন পরিবেশ ছিল তার সত্যতা। সম্ভবত বিলিয়ন বছর আগে অনুজীবদের জীবন ধারণ উপযোগি পরিবেশ ছিল মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ অনুসন্ধানে এটা সবচেয়ে ইতিবাচক দিক হতে পারে।