মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন খালেদা

22/12/2013 10:12 pmViews: 6

 

index চলমান সঙ্কট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ২৪ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার বিকাল ৫টায় চলতি অবরোধ শেষ হচ্ছে। আর অবরোধ শেষেই সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন বিরোদী জোট নেতা খালেদা জিয়া।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচি পালন করছে ১৮ দল। এর আগে চার দফা অবরোধ কর্মসূচি দিয়েছে তারা। প্রথম দফায় ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৭১ ঘণ্টা, এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১৩১ ঘণ্টা, তৃতীয় দফায় ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ঘণ্টা এবং সর্বশেষ ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়।
আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কারণে ২৫ ডিসেম্বর ১৮ দলের কোনো কর্মসূচি থাকছে না।

Leave a Reply