মঙ্গলবার দেশে ফিরছেন জয়
ঢাকা: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার দেশে ফিরবেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার সন্ধ্যায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছাবেন বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম।
তিনি জানান, সজীব ওয়াজেদ জয় এবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কর্মকাণ্ডের সমন্বয় করার পাশাপাশি দলীয় কর্মীসভা ও সমাবেশে অংশ নেবেন। তিনি এবার বেশ কিছুদিন দেশে থাকবেন।
রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা সফর করবেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এ সমন্বয়ক।
এর আগে তিনি গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরে বিভিন্ন এলাকা সফর করেন ও বক্তব্য রাখেন। এছাড়া ওইসময় তিনি নির্বাচনী কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে গুছিয়ে আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার নিয়েও কাজ করেন। পরে তিনি গত ১৯ সেপ্টেম্বর আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান।
যুক্তরাষ্ট্র প্রবাসী জয় এর আগে গত জুলাই মাসেও দেশে এসেছিলেন। সে সময় বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ ও ফেসবুকের মাধ্যমে বেশ আলোচনায় ছিলেন তিনি। তবে ঈদুল ফিতরের আগেই আবার দেশ ত্যাগ করেন।