মঙ্গলবার ওয়েস্ট মিনিস্টার হলে বক্তব্য দেবেন তারেক রহমান
লন্ডন, ৭ এপ্রিল : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার লন্ডনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জাস্ট নিউজকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ।
এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেবেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান।
শহীদ জিয়াকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে তীর্যক সমালোচনায় মুখর হয়ে ওঠেন শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন।
তারেক রহমান মঙ্গলবারের সুধী সমাবেশে এসব সমালোচনার জবাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।