মঙ্গলবারের প্রাইমারি: হিলারি, ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হিসাব

24/04/2016 11:55 amViews: 8

মঙ্গলবারের প্রাইমারি: হিলারি, ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হিসাব

 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দলীয় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ে অনেকখানি এগিয়ে আছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ১৯শে এপ্রিল নিউ ইয়র্কে এ দু’জন ব্যাপক বিজয় অর্জন করায় তাদের সামনের অনেক বাধা এখন দূর হয়ে গেছে। তার ওপর আগামী মঙ্গলবার ৫টি রাজ্যে নির্বাচন। এগুলো হলো কানেকটিকাট, দেলাওয়ার, মেরিল্যান্ড, পেনসিলভ্যানিয়া ও রোড আইল্যান্ড। মনোনয়ন লড়াইয়ের অনেকটাই নির্ভর করছে এ রাজ্যগুলোর ওপর। কারণ সব মিলিয়ে এ ৫টি রাজ্যে ডেমোক্রেট দলের রয়েছে ৪৬২টি ডেলিগেট। রিপাবলিকানদের রয়েছে ১৭২টি ডেলিগেট। এর মধ্যে দেলাওয়ার, মেরিল্যান্ড ও পেনসিলভ্যানিয়াতে রিপাবলিকান দলের যিনি বিজয়ী হবেন তিনি ওই রাজ্যগুলোর সব ডেলিগেট পাবেন। এ পর্যন্ত হিলারি ক্লিনটন মোট সংগ্রহ করেছেন ১৯৪৮টি ডেলিগেট। তার দলীয় প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১২৪০টি ডেলিগেট। ডোনাল্ড ট্রাম্প সংগ্রহ করেছেন ৮৪৫ টি ডেলিগেট। তার দলীয় ও নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ৫৫৯টি ডেলিগেট। ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে হলে হিলারি ক্লিনটনকে পেতে হবে আরও ৪৩৫টি ডেলিগেট। ডোনাল্ড ট্রাম্পকে পেতে হবে ৩৯২টি ডেলিগেট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ের জন্য যে প্রাইমারি নির্বাচন হচ্ছে এটা কোন অংশে মূল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে কম নয়। এবার হিলারি ক্লিনটনের সামনে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্র্ভূত হয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। দৃশ্যত তাকে অনেকখানি পিছনে ফেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন হিলারি। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে, তিনি তার প্রেসিডেন্ট নির্বাচনে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে কাকে নেবেন তার জন্য যাচাই বাছাই শুরু করেছেন। এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, আমি এই মুহূর্তে মঙ্গলবারের প্রাইমারিতে বিজয়ী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। যে ৫টি রাজ্যে মঙ্গলবার নির্বাচন হওয়ার কথা সেখানে জনমত জরিপে এগিয়ে আছেন হিলারি। তিনি যদি এ রাজ্যগুলোর ডেলিগেটদের নিজের আয়ত্তে নিতে পারেন তাহলে দৌড়ে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বার্নি স্যান্ডার্সের জন্য।

Leave a Reply