মগবাজারে গুলি করে ৩৩লাখ টাকা ছিনতাই

24/05/2015 4:15 pmViews: 8

মগবাজারে গুলি করে ৩৩লাখ টাকা ছিনতাই

 

রাজধানীতে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গুলি করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে রমনা থানাধীন মগবাজার এলাকায়
ব্রাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তার নাম সেলিম (২৯)। তিনি মগবাজারের অ্যাকুয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের একাউন্ট অফিসার।
সেলিমের সহকর্মী পিন্টু জানান, তারা দুজন দুটি ব্যাগে করে ৩৩ লাখ ২৭ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। মগবাজার ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছালে ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা সেলিমের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টান দেয়। সেলিম বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে। একই সঙ্গে পিন্টুর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply