মক্কায় ক্রেন দুর্ঘটনায় আহত ৪০ বাংলাদেশী

12/09/2015 4:39 pmViews: 7
মক্কায় ক্রেন দুর্ঘটনায় আহত ৪০ বাংলাদেশী

 

মসজিদ আল হারামে নির্মাণকাজের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় ৪০ জন বাংলাদেশী আহত হয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত। ক্রেন ভেঙে পড়ার পর হুড়োহুড়ি করে বের হতে গিয়েই মুলত: তারা আহত হন।

এদিকে এ দুর্ঘটনায় বাংলাদেশ সময় ভোর ৫টা পর্যন্ত ১০৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর আহত হয়েছেন ২৩৮ জন।

শুক্রবার স্থানীয় সময় মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে পবিত্র কাবায় এ দুর্ঘটনা ঘটে। পবিত্র হজের মাত্র দু’সপ্তাহ আগে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হতাহতের এ খবর নিশ্চিত করেছে।

অপরদিকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ৪০ বাংলাদেশী হাজি আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশী নিহত হবার খবর পাওয়া যায়নি।

যেসব বাংলাদেশী আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে ১৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।

গোলাম মসীহ আরও জানান, আহতদের মধ্যে তিনজনকে প্রথমে আইসিইউতে রাখা হলেও তারা এখন আশঙ্কামুক্ত আছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, প্রবল ঝড়ের কারণেই মূলত ক্রেন ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে প্রচন্ড বালুঝড় বইছে।

মসজিদ আল-হারামে নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে।

শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙে পড়ে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

Leave a Reply