মকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয়

21/05/2015 1:38 pmViews: 8
হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ হুমকিপ্রাপ্ত ১০ নাগরিকের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুদ্ধিজীবী ও লেখক সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্রগতিশীল ১০ বিশিষ্ট্য নাগরিককে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা।

ডাকযোগে পাঠানো এক চিঠিতে আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩ এ হত্যার হুমকি দেয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে পাঠানো হত্যার হুমকি সম্বলিত চিঠিটি হাতে পান ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক।

এর মাধ্যমে নতুন কোনো উগ্রবাদী শক্তির আত্মপ্রকাশ ঘটতে চলেছে কি না এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, হুমকি দেয়া এক জিনিস আর আত্মপ্রকাশ ভিন্ন জিনিস।

Leave a Reply