মওদুদ-আনোয়ার-রফিকুল আটক
প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে মওদুদকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরই একইস্থান থেকে এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে আটক করা হয়।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন আহমেদ দিদার জানান, শুক্রবার দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ তাদেরকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স ও মিডিয়া বিভাগের পুলিশ উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায়ও পুলিশ হানা দেয়। তবে এ সময় তারা বাসায় ছিলেন না।