ভ্যাট বিরোধী আন্দোলনে রাজধানী অচল

10/09/2015 4:24 pmViews: 6

ভ্যাট বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

 

ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম এবং সিলেটেও। রাজধানীর অন্তত চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। আগের দিন রামপুরায় পুলিশি হামলার শিকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মেরুল বাড্ডার প্রগতি সরণীর দুই পাশ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা সেখানে অবস্থান করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। ওই কর্মসূচিতে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এদিকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান ১ নম্বর সার্কেল থেকে মহাখালীগামী রাস্তা আটকে দেয়। ধানমন্ডি এলাকায় রাস্তা অবরোধ করায় গুরুত্বপূর্ন ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রামপুরায় সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। প্রধান দুই সড়কের যানের চাপ অন্য রাস্তায় পড়ায় যানজট দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন অংশে।

Leave a Reply