ভ্যাট প্রত্যাহার ক্যাবিনেটের এখতিয়ারভুক্ত নয়: সচিব
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের বিষয়টি ক্যাবিনেটের এখতিয়ারভুক্ত নয়। তাই এ নিয়ে ক্যাবিনেটে কোন আলোচনা হয়নি। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী কথা বলেছেন। রোববার দুপরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ক্যাবিনেট সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এসব কথা বলেন।
তিনি বলেন, যদি বিষয়টি ক্যাবিনেটের আওতভুক্ত থাকতো তাহলে এ নিয়ে আমি কথা বলতাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দিকে ইঙ্গিত করে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিষয়টি যাদের জানানোর তারাই জানাবে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে।
এদিকে এনবিআর-এর একটি সূত্রে জানা গেছে, ভ্যাট প্রত্যহার সংক্রান্ত একটি সার-সংক্ষেপ তৈর করা হচ্ছে।
সোমবার দুপুরে মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে আসার পর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে উল্লাস করেন। শিক্ষার্থীরা বলেন, এ বিজয় তাদের নয়। এ বিজয় শিক্ষার। শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাদের এ আন্দোলন মাইল ফলক হয়ে থাকবে। তারা ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিকে অবরোধ তুলে নেয়ায় রাজধানীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
uf