ভ্যাট প্রত্যাহারে মন্ত্রিসভার সিদ্ধান্ত

14/09/2015 12:32 pmViews: 7
ভ্যাট প্রত্যাহারে মন্ত্রিসভার সিদ্ধান্ত

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভা। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একটি সূত্র নাম না প্রকাশ করা শর্তে এ তথ্য জানিয়েছেন।

ওই সূত্র জানায়, বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন।

এদিকে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জেনে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

শিক্ষার্থীরা জানান, এ বিজয় তাদের নয়। এ বিজয় শিক্ষার। শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাদের এ আন্দোলন মাইল ফলক হয়ে থাকবে।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের জন্য আবেদন জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ক্লশ বর্জন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছাত্রলীগ প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানায়।

তবে গত বুধবার রাতে ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠে। ওইদিন দিন শেষে পুলিশের লাঠিচার্জে আন্দোলনরত প্রায় ৫ শিক্ষার্থী আহত হন।

গত বৃহস্পতিবার প্রথম রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টিউশিন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ ভাগ ভ্যাট প্রত্যাহারের দাবিতে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর আস্তে আস্তে ‘ভ্যাট বিরোধী’ এ আন্দোলন দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরেও শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

আজও ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। এ অবস্থায় আজ দুপুর ১২টায় মন্ত্রিসভার বৈঠক থেকে ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্ত আসল।

Leave a Reply