ভোলা -২ আসন জাপা প্রার্থীর নির্বাচন বর্জন, গণপদত্যাগের হুমকি
ভোলা সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের জাতীয় পার্টির (জাপা-এরশাদ) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান।
সোমবার বিকলে এক সংবাদ বিজ্ঞপ্তি ও সাংবাদিকদের মোবাইলে কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতিতে জাপা আগামী নির্বাচনে অংশ নিয়ে সদলবলে পদত্যাগ করারও হুমকি দিয়েছেন।
লিখিত বক্তব্যে জাপা ভাইস চেয়ারম্যান জানান, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে রক্তাক্ত সন্তানের লাশের ওপর পা রেখে তার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। এজন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।
জাপার কেন্দ্রীয় এ নেতা আরো জানান, প্রধান দুই নেত্রীর জেদের কারণে দেশের অরাজক পরিস্থিতিতে অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে। সাধারণ মানুষের রুটি-রুজির পথও বন্ধ হচ্ছে। অরাজক এ পরিস্থিতিতে তার দল নির্বাচনে গেলে তিনি জাতীয় পার্টি থেকে সদলবলে পদত্যাগ করবেন।
উল্লেখ্য, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সংসদ সদস্য ছিলেন। এরপর তিনি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
অপরদিকে, ভোলা-১ আসনে জাপার মনোনীত প্রার্থী আমিজ গোলদার দুপুরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতে নানা হুমকির মুখে ভয়ে নিজে রিটার্নিং অফিসে না গিয়ে থানা জাতীয় পার্টির সম্পাদক শফিউর রহমান বাবুলের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া ভোলা-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী একে এম নজরুল ইসলাম নিরাপত্তা না থাকায় লালমোহনে মনোনয়নপত্র দাখিল না করে ভোলা জেলা সদরে রিটার্নি অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে, ভোলা-৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মান্নান হাওলাদার চরফ্যাশন উপজেলা নিবার্চন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।