ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ বাস ও টাটা শ্রমিকদের সংঘর্ষ, ভাংচুর, আহত-৬
চরফ্যাশন সংবাদদাত : চরফ্যাশন বাস ও টাটা মালিক সমিতির শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ড্রাইভারসহ ৬ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ১টি বাস ও ১টি টাটা।
বুধবার সন্ধার পর চরফ্যাশন শরিফ পাড়া বাস ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস মালিক সমিতির বাস ষ্ট্যানে টাটা ১৮ নং আসলে বাস মালিক সমিতির শ্রমিকরা ভাংচুর করে। সংবাদ পেয়ে টাটা মালিক শ্রমিকরা বাস ষ্ট্যান্ডে গিয়ে পালোয়ান নামক বাসটি ভাংচুর করে। হামলায় ড্রাইভার নুরে আলম আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় টাটা মালিক সমিতির নাজিম, বাসার নামে ২ জনসহ ৬জন আহত হয়। ঘটনা স্থলে পুলিশ মেতায়ন করা হয়েছে। এ ঘটনায় টাটা মালিক সমিতির শ্রমিকরা বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছে। বিক্ষোভ কারীরা বাস মালিক সমিতির সদস্য মনির চাষীর নাম ধরে অশ্লীন ভাষায় গাল মন্ধ করে বিক্ষোভ করে। এঘটনায় বাস টাটা চলাচল অনিদিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। এতে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছ।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আবুল বাশার ঘটনার সততা নিশ্চিত করেছেন।