ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

26/10/2013 12:32 pmViews: 5

ভোলা সংবাদদাতা : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত ও ৬ যাত্রী আহত হয়েছেন ।
শনিবার সকাল ৭টার দিকে ভোলা সদরের বেপারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নুরুন্নবী (৪২) ও জলিল (৩৫)। নুরুন্নবী চরফ্যাশনের আমিনাবাদ এলাকার আনোয়ার সিকদারের ছেলে ও জলিল মাইক্রোবাস চালক।
আহতরা হলেন- মনির (৩৪), অলি (৩৬), আজাদ (৩৬), সেলিম (৪০), জামাল (৪২) ও ইকবাল (২৫)। আহত ইকবাল লালমোহন উপজেলার বাসিন্দা। আর সবাই চরফ্যাশনের আমিবাদ ইউনিয়নের।
স্থানীয়রা জানায়, সকালে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাপারিবাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রো চালকসহ ৮ জন গুরুতর আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে নরুন্নবী ও জলিল মারা যান।
থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ ঘটনার সততানিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply