ভোলায় শারদীয় দুর্গোৎসব ৯৫ মন্ডপে
ভোলা সংবাদদাতা ॥ ভোলা জেলায় এবার ৯৫টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ভোলা সদরে ২২টি, দৌলতখানে ৭টি, বোরহানউদ্দিনে ২১টি, লালমোহনে ১৬টি, তজুমদ্দিনে ১১টি, চরফ্যাশনে ১১টি, মনপুরায় ৭টি পূর্জা অনুষ্ঠিত হবে। বৈরী প্রকৃতির মধ্যেই চলছে শেষ মুহর্তের প্রস্তুতি।
ভোলা জেলার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দির দুর্গাপূর্জা উদর্যাপন কমিটির সম্পাদক প্রদীপ পাল জানান, ভোলা জেলা কেন্দ্রীয় মন্দিরে ১০৪তম শারদীয় দুর্গোৎসব হচ্ছে। ভোলা জেলার কেন্দ্রীয় মন্দিরে ২৫ লক্ষ টাকা ব্যয় করে মন্ডপ সাজানো হচ্ছে।
প্রদীপ পাল আরো জাননা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে নিয়ে আয়োজকদের সঙ্গে বৈঠক করাসহ সরেজমিনে মন্ডপগুলোর প্রস্তুতি তদারকি করছেন ।