ভোলায় বিশ্ব মৎস্য দিবস ২০১৩ পালিত

22/11/2013 5:47 amViews: 6

ভোলা সংবাদদাতা ॥ ভোলায়  ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ব মৎস্য দিবস ২০১৩ নানা কর্মসুচির মধ্যদিয়ে পলিত হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে, র‌্যালী, আলোচনা সভা ও মানব বন্ধন।
এ বছর মৎস্য দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল মৎস্য সম্পদ বাঁচলে দেশ বাঁচবে,মানুষ বাঁচবে,মৎস্য সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার  সকালে ভোলা প্রেসক্লাব চত্ত্বরে  বে-সরকারী উন্নয়ন সংস্থা কোস্টট্রাষ্টের উদ্দ্যোগে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়।  পরে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। মানববন্ধনে  জেলে,মৎস্যজীবি সংগঠন,ভোলা জেলা নাগরিক মৈত্রী কমিটি,বাংলাদেশ কমিউনিষ্ট পাটিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা কমিউনিষ্ট পাটির সভাপতি মোবাশ্বরউল্ল্যাহ চৌধুরী,বে-সরকরী উন্নয়ন সংস্থা কোষ্টট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান,ইয়াকুব আলীসহ মৎস্যজীবি সংগঠনের নেতৃবন্দ। এ সময় জেলেরা তাদের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান।

Leave a Reply