ভোলায় বিএনপির ৫ কর্মী আটক
ভোলায় নাশকতার আশঙ্কায় বিএনপির পাঁচ কর্মীকে আটক
ভোলা সংবাদাদাতা : ভোলা জেলা সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৫টার দিকে ভোলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘেরহাওলা এলাকার আব্দুর রশিদ মিঝির ছেলে ইবরাহিম (৩৫), শহরের চরনোয়াবাদ এলাকার আব্দুল খালেক চৌকিদারের ছেলে জসীম (২৮), লালমোহনের মহেশখালী এলাকার আমানুল্লাহর ছেলে আব্দুল মাজেদ (২৭)। বাকী দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, নাশকতা এড়াতে ভোলা শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।