ভোলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলা প্রতিনিধি: ভোলায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাজারের সমবায় ভবনের তৃতীয় তলায় কোম্পানির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি’র প্রকল্প পরিচালক আনজামুল হক টুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন,আলতাবুর রহমান নাছির, মো: ইউসুফ ও মো: মহসিন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে একটি বর্নঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে পপলুর কোম্পানির গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।