ভোলায় তোফায়েল আহমদের মনোনয়ন পত্র দাখিল
ভোলা সংবাদদাতা: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শিল্প ও গৃহায়ণ মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তা হলে সিইসি সময় বাড়িয়ে দিতে রাজি আছে। কিন্তু তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। জ্বালাও পোড়াও আর হত্যার রাজনীতিতে নেমেছে। চলন্ত বাসে আগুন দিয়ে, বোমা মেরে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করছে। তারা দেশে অশান্তি সৃষ্টি করছে। বিএনপি জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারেনি, গোপালগঞ্জে বোমা পেতে, ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন সময়ে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়ে ব্যার্থ হয়েছে। তাই তারা প্রতিশোধ নিতে আজ মরিয়া।
গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের প্রাক্কালে বেলা সাড়ে ১১ টায় ভোলার নতুন বাজার চত্বরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোলায় গত ৫ বছর বিএনপির সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। কোন প্রকার সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ জন্য স্থানীয় বিএনপি নেতাদের সম্মান করি।
মিলাদ শেষে বেলা সাড়ে ১২টায় শান্তিপূর্ণ পরিবেশে তোফায়েল আহমেদ ভোলা-১ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: সেলিম রেজার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।