ভোলায় তেলবাহী ট্যাঙ্কলরি-অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত-১
ভোলা সংবাদদাতা ॥ ভোলার ঘুইংগারহাট এলাকায় তেলবাহী ট্যাঙ্কলরির সংগে আটোরিকশার মুখোমুখি সংর্ঘষে রিনা বেগম(৪৫) নামে এজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। নিহত রিনা দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মোস্তফা (৫০)মাফুজ (৩০)জায়েদ (১২)সেলিনা(৩৫)ও রাব্বি(৭) এদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন থেকে ছেড়ে আসা মেসার্স সোহাগ পরিবহন নামের একটি ট্যাঙ্কলরি ভোলার ঘুইংগারহাট এলাকায় এলে ট্যাঙ্কলরির বিপরিত দিক থেকে আসা অটোরিক্সার সংগে মুখোমুখি সংর্ঘষ হয়। ওই সময় অটোরিক্সার ৬ যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সে খানে কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। অন্য আহতরা ভোলা সদর হসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভোলা বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ দোলোয়ার হোসেন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ট্যাঙ্কলরি আটক করেছে তবে চালক পালিয়েগেছে।