ভোলায় ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ বাস ভাংচুর -আহত-২৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপ-সহকারী প্রকৌশলী স্বীকৃতিসহ ২ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষাভ করেছে । সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ভোলা-চরফ্যাসন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট পেশাজীবীগন তাদের দাবী নিয়ে শ্লোগান সহ মিছিল করতে থাকে। পরে পলিটেকনিকেলে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষসহ ক্যাম্পাসে ভাংচুর করেছে। উত্তেজিত ছাত্ররা লাঠিসোটা নিয়ে রাস্তায় বেড়িকেট সৃষ্টি করে। এক পর্যায়ে বিআরটিসি’র চরফ্যাশন থেকে আসা খুলনাগামী এসিবাস সহ অন্যান্য যানবাহন ভাংচুর ও হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়তে থাকে।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে যাত্রীসহ ২৫ জন আহত হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হাসান জানান,পরিস্থিতি এখন শান্ত। বাস ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।