ভোলায় ট্রলার ডুবে নিহত ১০, নিখোঁজ ৩০

11/06/2015 1:18 pmViews: 5

ভোলায় ট্রলার ডুবে নিহত ১০, নিখোঁজ ৩০

 

ভোলার মনপুরার মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি যাত্রীবাহী  ট্রলার ডুবে অন্তত ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩০ যাত্রী। আজ সকাল ১১টায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে কলাতলী থেকে ১৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার উদ্দেশে আসছিল। এ সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিহত হয়েছেন ১০ জন। নিহতদের লাশ উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩০ যাত্রী।

Leave a Reply