ভোলায় আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

25/09/2013 10:57 amViews: 12

image_64010ভোলা সংবাদদাতা: ভোলায়   শিক্ষা প্রকৌশলী অদিদপ্তরের  বিল্ডিং নির্মাণের ৬ কোটির টাকার দরপত্র দখিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুপ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া –পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায়,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোসতাক আহম্মেদ শাহিনের সাথে  সদর উপজেলার কাচিয়া ইউপিচেয়ারম্যান নকিবের ভাগিনা সাবেক ছাত্র লীগনেতা তামিম ও রাজ্জাকের সাথে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের  বিল্ডিং নির্মাণের ৬ কোটির টাকার কাজের দরপত্র দাখিলের  নেগোজিয়েশন হয়। নেগোজিয়েশন হওয়ার পরও  তামিম ও রাজ্জাক বুধবার দুপুরে ওই কাজের দরপত্রে অংশ নিলে মোস্তাক সমর্থরা বাধাঁ প্রদান করলে তাদের মধ্যে হাতাহাতি ও পরবর্তীতে দুগ্রুপের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পর দু’গ্রুপ আ’লীগের কার্যালয়ের দু’পার্শ্বে অবস্থা নিয়েছে।যেকোন সময় দুগ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষেও আশংকা করছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশমোতায়েন করা হয়েছে।
এ ব্যপারে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোসতাক আহম্মেদ শাহিন জানান,জেলা আ’লীগেরকোন্দলের কারণে কাচিয়া ইউপিচেয়ারম্যান নকিবের ভাগিনারা এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন,  তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত রয়েছেন।
শিক্ষা  প্রকৌশলী আলতাফহোসেন জানান,  কার্যলয়ের বাহিরে দু’গ্রপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এমন খবর শুনেছি। তবে যথা নিয়মে দরপত্র জমা হয়েছে বলে তিনি দাবী করেন।

Leave a Reply