ভোলার ৭ গ্রামে ঘূর্ণিঝড়ের আঘাত
ভোলা: ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে সাতটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। শত শত বাড়িঘরসহ গাছপালা, রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
২০ মিনিটি স্থায়ী ঘূর্ণিঝড়ে উপজেলার রামদাসপুর, মোহাম্মদপুর, চর লালগঞ্জ, মেদুয়া, সুলতানী, রুপাপুর ও কন্দপুর গ্রামের প্রায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে শত শত গাছ।
এদিকে, ঘূর্ণিঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে হাজারী (৪৫), সোহান (৩৮), হাবিবা (২), দুলাল (৩৫), মনোয়ারা (৪৫), রহিজল (৪৫), রাব্বি (৯), মালেক (৪০), স্বপন (১০), জান্নাত (১৩), নেসার (১১) ও তাজুরের (৫০) নাম জানা গেছে।
রামদাসপুর কমিউনিটি ক্লিনিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই প্রবল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে ঘূর্ণিঝড়ে রুপান্তিত হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড়টি ওই সাত গ্রামের ওপর দিয়ে বয়ে যায়।
রামদাসপুর ইউপি সদস্য ওহাব আলী জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে।
ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোরে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি।