ভোলার মেঘনায় ঝড় থেকে রক্ষা পেল দুই যাত্রীবাহী লঞ্চ
ভোলা: ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে ঢাকায় আসার পথে মেঘনায় ঝড়ের কবলে পড়া দুটি লঞ্চ অল্পের জন্য রক্ষা পেয়েছে।
প্রায় সাড়ে তিন হাজার যাত্রী বহনকারী লঞ্চ দুটি ঈদ শেষে কাজের উদ্দেশে ঢাকায় ফেরা যাত্রীদের নিয়ে রওয়ানা হয়ে মেঘনায় হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে।
জানা যায়, দৌলতখান থেকে বিকেল ৩টায় দুই হাজারের বেশি যাত্রী নিয়ে ছেড়ে আসা টিপু-৫ নামে একটি লঞ্চ মেঘনার বঙ্গেরচর এসে সোয়া ৬টায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে।
এ সময় প্রায় ২০ মিনিট লঞ্চটি ঝড়ের মধ্যে আটকা পড়ে থাকে। জীবন রক্ষার্থে লঞ্চের যাত্রীরা চিৎকার ও এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। তবে চালকের দক্ষতার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
টিপু-৫ এর যাত্রী মো. সোহাগ জানান, হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে। এ সময় তিন থেকে চার ফুট উচ্চতার পানি লঞ্চে আছড়ে পড়তে শুরু করলে যাত্রীরা ছোটাছুটি ও চিৎকার শুরু করে। পরে ঝড় কমে গেলে লঞ্চটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বরিশালের মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, ঝড়ের কারণে লঞ্চ যাত্রীদের জানমালের কোনো ক্ষতি হয়নি।
এদিকে, এমভি রাসেল নামে অপর একটি লঞ্চ মেঘনার ধুলিয়া এসে ঝড়ের কবলে পড়ে।
ভোলার বোরহাউদ্দিন থেকে বিকেলে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা
লঞ্চটি সন্ধ্যা সাড়ে ৬টায় কিছু সময় ঝড়ে আটকা থেকে ঝড় থেমে গেলে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।
ওই লঞ্চের যাত্রী ইয়ানুর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।