ভোট বর্জন সার্থক হয়েছে: রিজভী

07/01/2024 9:49 pmViews: 4

mzamin

facebook sharing button
twitter sharing buttonwhatsapp sharing button

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বর্জনের জন্য জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্ষমতাসীনদের পাতানো নির্বাচনের বিরুদ্ধে জনগণ অভূতপূর্ব রায় দিয়েছে। দুই শতাংশের বেশি ভোটার কেন্দ্রে আসেনি। আমাদের ভোট বর্জন সার্থক হয়েছে। জনগণ সরকারের এই ডামি নির্বাচন বর্জন করেছে। রোববার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নৌকার এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট দেখতে পাচ্ছেন না- প্রধান নির্বাচন কমিশনারের  এই বক্তব্যে উল্লেখ করে তিনি বলেন, ১৮ শতাংশ ভোটার কোথায় থেকে এলো? এতদিন দেখেছি, ভোটকেন্দ্রে মানুষ আসতো। আজ দেখলাম, যশোরে একটি ভোটকেন্দ্রে বানর ভোট দিতে এসেছে।
নৌকার প্রার্থীরা তাদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছেন- আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচন বর্জন করছেন এবং মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, কে কে জয়ী হবে তা সরকার আগেই নির্দেশনা দিয়ে দিয়েছে। সরকার নিজেদের মধ্যে ভোট করছে। তবুও পছন্দের প্রার্থীকে জেতানোর জন্য রাতের বেলায় ব্যালট বক্স ভর্তি করে রেখেছে। আবার কোথাও সাত বছরের শিশুও ভোট দিচ্ছে।

এই হচ্ছে আওয়ামী লীগের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। গত ৪৮ ঘন্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, আহত, মামলা ও আসামীর তালিকা তুলে ধরেন তিনি। রিজভী জানান, এসময়ে গ্রেপ্তার করা হয়েছে ১৪৬ জন নেতাকর্মীকে, আহত হয়েছে ৪০ জন, মামলা দায়ের করা হয়েছে ৬টি। এসব মামলায় আসামী করা হয়েছে ৫২৬ জন নেতাকর্মীকে।

Leave a Reply