ভোটগ্রহণে অবরোধে কোনো সমস্যা হবে না

02/01/2014 10:36 pmViews: 6
rakib 123 বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের কারণে আগামী ৫ জানুয়ারির নির্বাচনে ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, নির্বাচনের পরে দেশের পরিস্থিতি উপর নির্ভর করে সেনা মোতায়েনের সময় বাড়ানো হবে। দুই লাখ নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনীও আছে,তারাও টহল দিচ্ছে। আমরা আশা করছি বর্তমান পরিস্থিতির আরো উন্নতি হবে। আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে।

তিনি বলেন, অবরোধে ৫ জানুয়ারি কারো ভোট দিতে সমস্যা হবে না। অবরোধে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সমস্যা হয়। এখনেতো সেটার দরকার হবে না। নিজের এলাকায় মানুষ ভোট দেবে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে ৪ জন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

Leave a Reply