ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমছে
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান প্রতি লিটারে ৪ টাকা দাম কমার প্রস্তাব করেন। এসময় বাণিজ্যমন্ত্রী ১ টাকা বাড়িয়ে লিটারে ৫ টাকা কমানোর আহবান জানালে বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা মেনে নেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক কমেছে। তাছাড়া দেশে বর্তমানে মজুদও পর্যাপ্ত। এ অবস্থায় আমদানিকৃত ভোজ্যতেল লিটার প্রতি ৫ টাকা কমানো দরকার। আগামী শনিবার থেকে এই মূল্য কার্যকর হবে। উল্লেখ্য বর্তমানে বাজারে সয়াবিন তেল ১০০-১০৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
এসময় বৈঠকে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ জানান, আগামী ৬ মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। তিনি জানান, আমরা ইতোমধ্যে ব্যাংকগুলোর সাথে বৈঠক করে কথা বলেছি।ব্যাংকগুলো আমাদের জানিয়েছেন, বর্তমানের সুদহার হ্রাস করে ৬ মাসের মধ্যে ৯শতাংশে নামিয়ে আনা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, সাবেক সভাপতি একে আজাদ, ইউসুফ আব্দুল্লাহ হারুণ ও বিটিএমএ’র চেয়ারম্যান তপন চৌধুরীসহ ব্যবসায়ীরা নেতারা উপস্থিত ছিলেন।