ভৈরবে রেলওয়ে কর্মচারী মাহাবুবুর রহমানের খুনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি! থানায় একাধিক জিডি!
ভৈরবে রেলওয়ে কর্মচারী মাহাবুবুর রহমানের খুনের মামলা তুলে নিতে বাদীকে হুমকি! থানায় একাধিক জিডি!
নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে রেলওয়ে কর্মচারী খুনের মামলাটি তুলে নিতে বাদী হাবিবুর রহমানকে বার বার হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন। একারনে তিনি থানায় একাধিক জিডি করেও নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন। গত বৃহস্পতিবার রাতেও তাকে হুমকি দেয়া হয় বলে তিনি জানান। ঘটনার পর থেকে তিনি ৪ টি জিডি করেছেন বলে জানিয়েছেন। মামলার বাদী হাবিবুর রহমান একজন সাংবাদিক। জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাধারণ সম্পাদক তেজগাঁও প্রেস ক্লাব। তার বাড়ী ভৈরব শহরের চন্ডিবের এলাকায়।
২০১৯ সালের ২৭ নভেম্বর রেলওয়ের কর্মচারী মাহাবুবুর রহমান তার নিজ বাসায় স্ত্রী রোকসানার প্রেমিক আসিফের হাতে খুন হন। ঘটনার দিন তার স্ত্রী গভীর রাতে ঘরের দরজা খুলে দিলে প্রেমিক রুমে ঢুকে ঘূমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে তার স্ত্রী ঘটনাটি ডাকাতরা ঘটিয়েছে বলে প্রচার করে। তারপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক কাহিনী। মাহাবুবের তিনটি শিশু সন্তান রয়েছে। সন্তানদেরকে এখন লালন পালন করছে তাদের দাদী। ঘটনার পর তার স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। এখন মামলাটির বিচার চলমান অবস্থায় গত ১৮ জুলাই স্ত্রী রোকসানা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে।
মামলার বাদী হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকে আসামী পক্ষের লোকজন মামলা তুলে নিতে বার বার আমাকে হুমকি দিচ্ছে। গতরাতে রোকসানার ভাই বাবু আমাকে হুমকি দেয় মামলা তুলে নিতে এবং তার সন্তানদেরকে ফিরিয়ে দিতে। রোকসানা এখন তার বাবার বাড়ীতে আছে। এছাড়া অপরিচিতি লোকজনের মোবাইলে আমাকে হুমকি দেয়া হচ্ছে। মামলা না তুললে আমাকে হত্যা করার হুমকি পর্যন্ত দিচ্ছে তারা। একারনে আমি পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে একাধিবার থানায় জিডি করেছি। তিনি বলেন মামলাটটি চলমানকালে এপর্যন্ত কয়েকজনের স্বাক্ষী হয়েছে। তার শিশু সন্তানকে আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আদালতের বিচারকের কাছে মানবিক বিষয় দেখিয়ে রোখসানাকে সাজা থেকে বাঁচাতে তার পরিবারের সদস্যরাসহ সন্ত্রাসীদের দিয়ে আমাকে হুমকি দিচ্ছে বলে তিনি জানান।
এই ব্যাপারে তার এবং তাহার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে গত ১৮/০৭/২০২২ইং তারিখে ভৈরব থানায় একটি সাধারণ ডাইরী করেন যার নং-৯০৭