ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর হানা

03/03/2014 9:02 pmViews: 12

চট্টগ্রাম: চট্টগ্রামের একটি ভূমি অফিসে হঠাৎ হানা দিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুকর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সোমবার দুপুরে মহানগরীর কাট্টলীস্থ ভূমি অফিসে ঝটিকা সফরে যান প্রতিমন্ত্রী। এ সময় চলমান কার্যক্রমের খোঁজ নেন তিনি। কথা বলেন সেবা নিতে আসা লোকজনের সঙ্গে।

এক পর্যায়ে মামলার নিষ্পত্তিতে অহেতুক কালক্ষেপণের অভিযোগে উপ ভূমি সহকারি কর্মকর্তা সফিক উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে বদলির আদেশ দেন ভূমি সহকারি কর্মকর্তা আক্কাস উদ্দিন এবং উপ-ভূমি সহকারি কর্মকর্তা এ বি এম মাসুমকে।

রাজস্বের টাকা জমা না দিয়ে রেখে দেয়া এবং রাজস্বের অধিক টাকা বহনের অভিযোগে তাদের এ বদলি আদেশ দেয়া হয়। একইসঙ্গে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন প্রতিমন্ত্রী জাবেদ। পরে মন্ত্রী ঝটিকা সফরে সদর ও চান্দগাঁও সার্কেলের ভূমি অফিসও পরিদর্শন করেন। এ সময় ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য রোধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরকে নির্দেশ দেন তিনি।

ভূমি অফিস পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাবেদ সাংবাদিকদের বলেন, “ভূমি অফিসগুলোতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ধরনের ঝটিকা সফর অব্যাহত থাকবে।”

এ সময় খাস জমি নিয়ে সরকার একটি ল্যান্ড ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

Leave a Reply