‘ভূমিদস্যু ও দখলবাজদের প্রশ্রয় দেয়া হবে না’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভালো কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, কেরাণীগঞ্জে কোনো ভূমিদস্যু, খাল দখল ও খাস জমি দখলবাজদের প্রশ্রয় দেয়া হবে না। এসব অন্যায়ের কাজে যদি আমার দলীয় নেতা-কর্মীরাও জড়িয়ে যায়।
তবে তাদেরকেও কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমার ভোটের প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার দুপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেরাণীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির সভাপতি ম.ই. মামুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো.শাহজাহান, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন প্রমুখ। -বাসস