ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত

04/01/2016 10:22 amViews: 9
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত
 
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আহত
বাংলাদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৭মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত ১৬ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের একজনের অবস্থা আশঙ্কাজনক।
জহুরুল হক হলের ওই শিক্ষার্থী ভোরে ছাদে গেলে ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে নিচে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় সহপাঠিরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আহত ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এ ছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে ও আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন আরও আটটি হলের অন্তত ১৫ শিক্ষার্থী।
মহসিন হলের দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে ২ জন শিক্ষার্থী।
কয়েকজন শিক্ষার্থী জানান, মহসিন হলের কাঠামো জরাজীর্ণ হওয়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ভূমিকম্প শেষ হওয়ার বেশ পরেও ভবনের বাইরে অবস্থান করে।
এ ছাড়া কবি জসিম উদ্দীন হলের তিন তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে ৩ জন শিক্ষার্থী। ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হলের ৩ জন, অমর একুশে হলের ৩ জন, মাস্টারদা সূর্যসেন হলের ২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২ জন, ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ জন শিক্ষার্থী আহত হয়েছে।
সূর্যসেন হলের প্রভোস্ট ড. এ এস এম মাকসুদ কামাল জানান, আহতদের খোঁজখবর নেয়া হচ্ছে।

Leave a Reply