ভূমিকম্পের পূর্বাভাস দেবে স্মার্টফোন অ্যাপ…
ভূমিকম্পের পূর্বাভাস জানাতে স্মার্টফোনের জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে। আশা করা যায়, আগামী বছরের শুরুতেই এ অ্যাপটি ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। দারুণ এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা একটি সম্মেলনে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন। তারা দেখিয়েছেন, কিভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষ যে কোন ছোট বা বড় ধরনের বিপর্যয়ের আগেই সতর্ক হতে পারেন। ইউসি বার্কলে সিসমোলজিক্যাল ল্যাবরেটরির পরিচালক ও প্রধান গবেষক অধ্যাপক রিচার্ড অ্যালেনের নেতৃত্বে একটি গবেষক দল অ্যাপটি ডেভেলপ করছে। স্মার্টফোনের অ্যাপটি ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড বা ১ মিনিট আগেই সতর্ক করে দেবে। আর, কতোটা আগে তা জানা যাবে, সে সময়টা নির্ভর করবে ভূকম্পনের কেন্দ্র বা উৎপত্তিস্থল কতোটা দূরে বা কাছে অবিস্থত তার ওপর। তাছাড়া, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরসমূহের সতর্কতা সংকেত তো থাকছেই।