ভূমধ্যসাগরের অভিবাসীদের প্রশ্নে দ্বিধাবিভক্ত ইউরোপ

17/06/2015 10:50 amViews: 9
ভূমধ্যসাগরের অভিবাসীদের প্রশ্নে দ্বিধাবিভক্ত ইউরোপ

 ১৭ জুন, ২০১৫

ইটালি ও গ্রীসে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার মানুষকে নিয়ে কি করা হবে তা নিয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো।

দেশ দুটি চাইছিল ইউরোপের বাদবাকি দেশগুলো মিলে তাদের উপর আসা এই অভিবাসীদের দায়দায়িত্ব ভাগাভাগি করে নিক।

কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এ ধরনের বাধ্যবাধকতার বিরোধিতা করেছে।

যুক্তরাজ্য বলছে তারা এই ইস্যুতে নিজেদের জড়াতে চায় না।

কোন কোন দেশ আবার এই অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে।

ফলশ্রুতিতে ইউরোপের ঐক্য এবং সহযোগিতামূলক নীতি এখন হুমকির মুখে পড়েছে।

এখন একটাই আশা যে আগামী সপ্তাহ একটি শীর্ষ সম্মেলনে ইউরোপের নেতারা হয়তো এই অভিবাসন ইস্যুতে একটি নীতিমালা প্রণয়ন করতে পারবেন। বিবিসি বাংলা।

Leave a Reply