ভুয়া সরকারের ভুয়া বাজেট: মঈন খান

05/06/2015 5:45 pmViews: 8
ভুয়া সরকারের ভুয়া বাজেট: মঈন খান

০৫ জুন, ২০১৫

গতকালের বাজেটকে ভুয়া সরকারের ভুয়া বাজেট আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কার বাজেট কে দেয়? তারা বাজেট দেয়ার কে? তারা কি জনগণের প্রতিনিধি? যারা ৫ জানুয়ারির ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা বাজেট দেয়ার কেউ নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, গতকাল যে বাজেট দেয়া হয়েছে সেটা ভুয়া সরকারের ভুয়া বাজেট। বাজেটে গ্রামের হতদরিদ্রদের জন্য কোনোকিছু বরাদ্দ না রেখে ঢাকা শহরের উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদ। এসময় আরো বক্তব্য দেন- বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফার প্রমুখ।

Leave a Reply