ভুয়া ভিডিও: গুগলকে ১১ মিলিয়ন রুবল জরিমানা করলো রাশিয়া
ভুয়া ভিডিও: গুগলকে ১১ মিলিয়ন রুবল জরিমানা করলো রাশিয়া
মস্কোর দি টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে বলেছে, রাশিয়ার সেনাদের পরাজয় এবং ইউক্রেনে বেসামরিক নিহতের সংখ্যা নিয়ে বিতর্কিত তথ্য প্রচার করেছে গুগল। এক ভিডিওতে দেখা যায়, এক রুশ সেনা তার বাড়িতে ফোন করে যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে। এটিকে ভুয়া ভিডিও হিসেবে চিহ্নিত করে তা প্রচারের দায়ে অভিযুক্ত করা হয়েছে গুগলকে।
রাশিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রামসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। তবে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব দেশটিতে খোলা আছে।
তবে ইউটিউবে ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে বলে একাধিকবার অভিযোগ এনেছে রাশিয়া। দেশটির কমিউনিকেশন ওয়াচডগ এর আগেও এ জন্য গুগলকে শাস্তি দেয়ার কথা জানিয়েছে। ব্যবস্থা না নেয়া হলে মার্কিন কোম্পানিটিকে জরিমানা করা হবে বলেও হুমকি দিয়েছিল তারা।
এর আগেও রাশিয়ায় শাস্তির মুখে পড়েছিল গুগল। রাশিয়ায় অবৈধ হিসেবে বিবেচিত এমন কন্টেন্ট মুছে না ফেলায় ২০২১ সালের ডিসেম্বরে ৭.২ বিলিয়ন রুবল বা ৯০ মিলিয়ন ডলার জরিমানা করা হয় গুগলকে।