ভুল সংশোধন করে ফের সীমান্ত বিল পাস

12/05/2015 10:48 amViews: 5

ভুল সংশোধন করে ফের সীমান্ত বিল পাস

 

ভুল শুধরে দ্বিতীয়বারের মতো রাজ্যসভায় বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি পাস হয়েছে। গত সপ্তাহে বিলটিতে অনুমোদন দিয়ে সংবিধান সংশোধন করে ভারতের সংসদের উভয় কক্ষ। কিন্তু এটি সংবিধানের কততম সংবিধান সংশোধন- সে সংখ্যা ভুল হওয়ার কারণে তা আবারও অনুমোদনের প্রয়োজন পড়ে। বাংলদেশ-ভারত স্থল-সীমান্ত বিষয়ক প্রস্তাবিত বিলটি ছিল ১১৯তম সংবিধান সংশোধনী বিল ২০১৩। বিলটি পাস হওয়ার পর হওয়ার কথা ছিল ১০০তম সংবিধান সংশোধনী বিল ২০১৫ হিসেবে। প্রথমবার বিলটি পাস হওয়ার পর খসড়ার শিরোনামে সংখ্যাটি সঠিক থাকলে বিলের শিডিউলে কয়েকটি স্থানে তা ভুল ছিল। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, রাজ্যসভায় আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পুনরায় পাসের জন্য উত্থাপন করেন। পনেরো মিনিটের মধ্যেই বিলটি পাস হয়। এ সময় বিরোধী দলের নেতা নবি আজাদ বলেন, এ ত্রুটি সংসদের জন্য লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর সেটা আরও বেশি হয়েছে কারণ বিলটি একটি আন্তর্জাতিক চুক্তি। বিলের খসড়া প্রণয়নে নিয়োজিত কর্মকর্তাদের এ ধরনের ত্রুটি বিচ্যুতি এড়াতে প্রতিটি লাইন পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি। সিপিআইএম-এর সিতারাম ইয়েচুরি বলেন, এটা সরকারের জন্য একটা সতর্ক বার্তা হওয়া উচিত। জবাবে সুষমা স্বরাজ বলেন, ২০১৩ সালে ১১৯তম সংশোধনী উপস্থাপন করা হয়েছিল। রাজ্যসভায় যখন আমরা বিলটি উপস্থাপন করি, আমরা এর শিরোনাম সংশোধন করেছিলাম। এরপর বিলটি অনুগামী বিল হবে বলে আমাদের জানানো হয়েছিল। ফলে এটি লোকসভায় উপস্থাপনের আগে আমরা আর সংশোধন করিনি। কিন্তু লোকসভা সব জায়গায় সংশোধন চাইলো।

Leave a Reply