ভুল করছেন ভাবনা!
অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় একটি খন্ড নাটকে অভিনয় করছেন ভাবনা। নাম ‘ভুল’। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন অ্যালেন শুভ্র।
নাটকে ভাবনার প্রেমিকের চরিত্রে দেখা যাবে অ্যালেন শুভ্রকে। ভাবনার বোনের চরিত্রটি করছেন তমালিকা কর্মকার। তমালিকা কর্মকারের স্বামীর ভূমিকায় দেখা যাবে ফারুক আহমেদকে।
নাটক সম্পর্কে ভাবনা বলেন, ‘অনিমষে আইচের যেকোন কাজ করতে আমার ভালো লাগে। কারণ তার সব কাজেই চরিত্রের ভিন্নতা থাকে। এই নাটকে আমার চরিত্রের নাম নুজহাত। আমি বোনের বাসায় থাকি। বোনের মেয়েকে নিয়ে সাজানো হয়েছে নাটকটি।
ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং চলছে।