ভিক্টোরিয়ান্সের রাজসিক জয়ে আনন্দে ভাসছে কুমিল্লা
মহা উল্লাস, মহা আনন্দ। কুমিল্লার শহর গ্রাম, অলি-গলি পাড়া-মহল্লায় ঘরে বাইরে চলছে আনন্দ মিছিল। কারণটা একটাই এবারের বিপিএলে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। শীতের কুয়াশা ভেদ করে নগরীর প্রাণকেন্দ্রে কান্দিরপাড় চলে এসেছে হাজার হাজার মানুষ।
বিজয়ের মাসে আনন্দের এর চেয়ে বেশি উপলক্ষ আর কি হতে পারে। প্রথমবারে প্রথম! মানে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে নতুন ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়। একেবারে একটা মহাকাব্য রচনা। ক্রিকেটের টি-২০ ভার্সনে এত রোমাঞ্চকর মুহূর্ত। প্রতি মুহূর্তে ট্রাজেডি। উত্তেজনার এক পারদে গড়া একটি স্মরণীয় বিজয়। আহা! এমন আনন্দ কি আর এক কথাতে লেখা বা এক শব্দে প্রকাশ করা সম্ভব? হা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিজয়।